মোঃ শহিদুজ্জামান
সিনিয়র সচিব
সুরক্ষা সেবা বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: +৮৮ ০২ ৯৫১১০৮৮ (অফিস)
ইমেইল: secretary@ssd.gov.bd
জনাব মোঃ শহিদুজ্জামান ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ০১ আগস্ট ২০১৯ তারিখে ভারপ্রাপ্ত সচিব হতে সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং একই তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ জানুয়ারি ২০২১ তারিখের এক প্রজ্ঞাপনমূলে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস(প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি নিম্নে উল্লিখিত পদসমূহে কাজ করেছেন:
মোঃ শহিদুজ্জামান ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ২০০৫ সালে এশিয়ান ইউনিভার্সিটি হতে এম.এস.এস ডিগ্রী অর্জন করেন।
সেমিনার ও শিক্ষা সফরে অংশগ্রহণের লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সৌদি আরব, ভারত, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
মোঃ শহিদুজ্জামান ১৯৬২ খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জনাব মোঃ শওকত আলী ও মাতা মিসেস রিজিয়া খাতুন। তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।